জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রাম জেলার চিলমারীতে তিন শ কোটি টাকা ব্যয়ে একটি বন্দর ও একটি যাত্রী টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে প্রতিমন্ত্রী এ স্থান পরিদর্শন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘১৫ দিনের মধ্যে ওই বন্দর নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) তোলা হচ্ছে’।
খালিদ মাহমুদ চৌধুরী জানান, এড়া এ বন্দরটিকে একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহার করা হবে। ভারতের সঙ্গে একটি প্রোটোকল চুক্তির পর, এ বন্দর ব্যবহারের জন্য ভুটান সরকার আলোচনা চালাচ্ছে’। তিনি জানান, ভুটানের রাষ্ট্রদূত ইতিমধ্যে চিলমারী বন্দর এলাকা পরিদর্শন করে গেছেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, রুটটি চালু হয়ে গেলে, এই এলাকার অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে’।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিকও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ।
নৌ ও পরিবহন প্রতিমন্ত্রী সকাল ৯টায় হেলিকপ্টারযোগে চিলমারী থানাহাট হেলিপ্যাডে নামেন। এরপর তিনি টেরেডেস হোমস ফাউন্ডেশনে জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।