
বহুল-প্রতীক্ষিত নতুন পোশাক নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামী ১৫ নভেম্বর থেকে দেশের মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা পরিধান করবেন এই লৌহবর্ণের আধুনিক ইউনিফর্ম।
সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানান, প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নতুন পোশাক গ্রহণ করবে।
তিনি বলেন, ‘লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।’
উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–এর ইউনিফর্মের রঙ পরিবর্তনের এই সিদ্ধান্ত চলতি বছরের ২০ জানুয়ারি অনুমোদন করে সরকার।
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



