আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে আজ শুক্রবার (১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড হয়েছে সাফদারজং পর্যবেক্ষণ কেন্দ্রে। এর আগে ২০০৬ সালের আট জানুয়ারি শহরটিতে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেটাই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। খবর এনডিটিভির।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লিতে জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস গত বছর রেকর্ড করা হয়।
আইএমডি’র আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল ছয়টায় সাফদারজং ও পালাম-এ দৃষ্টিসীমা শূন্য মিটারে নেমে আসে। তিনি জানান, সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থেকে বাড়া শুরু করতে পারে। ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত উত্তরপশ্চিম ভারতে পশ্চিমা বায়ুর প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে জানান তিনি। ৪-৫ জানুয়ারি নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানান এই কর্মকর্তা।
কুলদীপ শ্রীবাস্তব বলেন, ‘সর্বনিম্ন ১.১ ডিগ্রি সেলসিয়াস গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে তীব্র শীত। ২০০৬ সালে তাপমাত্রা একবার ০.২ ডিগ্রিতে নেমে যায়। আজ শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে।’
আবহাওয়া দফতরের হিসেবে, দৃষ্টিসীমা শুন্য থেকে ৫০ মিটারে নেমে আসলে তীব্র কুয়াশা ধরা হয়। ৫১ থেকে দুইশ’ মিটার দৃষ্টিসীমার কুয়াশাকে ঘন কুয়াশা আর ২০১ থেকে পাঁচশ’ মিটার পর্যন্ত মাঝারি কুয়াশা বলা হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।