জুমবাংলা ডেস্ক : সাভারের ভাকুর্তায় দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ী ও দলিল লেখকের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সন্ত্রাসীদের হামলায় এ সময় ওই ব্যবসায়ী ও তার কর্মচারীসহ আহত হয়েছে অন্তত ৫ জন। তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঝাউচর এলাকায় মেহেদী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালায় বিএনপি নেতা শওকত ও মালেক বাহিনী।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এইচ এম এরশাদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসীর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
ভুক্তভোগী মেহেদী এন্টারপ্রাইজের প্রোপাইটর এইচ এম এরশাদ বলেন, ‘আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা শওকত ও মালেক বাহিনী। আমি তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে রাতে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
এ সময় তারা ভাঙচুর করে এবং অফিসে থাকা লোকজনকে ছুরি দিয়ে আঘাত করে ক্যাশে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘স্থানীয় আ. মালেক, শওকত হোসেন, মোক্তার হোসেন, মো. ফরহাদ, সোরহাব, ফয়সাল ও আবিদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে মারধর করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বর্তমানে আমরা জীবন নিয়ে সংখ্যায় আছি। মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং সন্তানদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।