জুমবাংলা ডেস্ক : মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বিসিবি লোকমান হোসেন ভূঁইয়াও ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এসব টাকার একটি অংশ তিনি অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে জমা রেখেছেন। বর্তমানে ওই দুই ব্যাংকে রাখা টাকার পরিমাণ ৪১ কোটি বলে জানিয়েছে র্যাব।
কাউন্সিলর ও যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদের নেতৃত্বেই মোহামেডান ক্লাবে চলত ক্যাসিনো ব্যবসা। ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে লোকমান সহায়তা করতেন তাকে, এমনকি সময়মতো পৌঁছে দেয়া হতো ক্যাসিনো থেকে অর্জিত টাকাও। গতকাল র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন লোকমান। র্যাব বলছে, ক্যাসিনোয় জড়িতরা যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
র্যাব জানায়, লোকমান কাউন্সিলর সাঈদের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে ক্যাসিনো ব্যবসায় তার যে লেনদেন সেটাও প্রাথমিকভাবে স্বীকার করেছেন। প্রতিদিন ক্যাসিনোর ভাড়া বাবদ ৫০ হাজার থেকে শুরু করে মাসে ১৫ লাখ টাকা করে পেতেন তারা।
রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে তিনি বলেন, আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনার এ কে এম মমিনুল হক সাঈদের সহায়তায় গড়ে তোলা হয় ক্যাসিনো।
এর আগে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং অবৈধভাবে বিদেশি ম*দ রাখার অভিযোগে বুধবার রাতে মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।