জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মালিক বিহীন ১৫ লাখ ৭৫ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০-বিজিবি) গঙ্গাসাগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
আখাউড়া চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই বাউতলা এলাকায় টহল জোরদার করি। এক পর্যায়ে মালিকবিহীন অবস্থায় আমাদের সদস্যরা একটি ব্যাগে থাকা ১৫ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত টাকা আখাউড়া উপজেলা ট্রেজারিতে জমা করা হয়েছে।
ফজলে রাব্বী মিয়া অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন: শোকসভায় বক্তারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।