জুমবাংলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নতুন সময় ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন সাক্ষরিত নতুন সূচিপত্র প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রার্থীদের টেলিটকের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসএমএস পাওয়ার পর পরীক্ষার্থীদের আগের ডাউনলোড করা প্রবেশপত্র এবং প্রবেশপত্রে বর্ণিত সব সার্টিফিকেট, মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষায় উপস্থিত হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে থেকে জানতে চাওয়া হলে যুগ্মসচিব এ বি এম শওকত ইকবাল শাহীন বলেন, চলমান বিধিনিষেধের কারণে পরীক্ষার তারিখ পেছানো হয়। সরকার বিধিনিষেধ শিথিল করায় নতুন করে আবার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে নির্ধারিত তারিখেই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিটি নিচে দেখুন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



