স্পোর্টস ডেস্ক: রাজধানীর শের-ই বাংলা মিরপুর স্টেডিয়ামে মুখোমুখী হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় কুমিল্লা ওয়ারিয়র্স।
টস হেরে চট্টগ্রাম ব্যাট করতে নামলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে চট্টগ্রাম। ম্যাচটি জিততে কুমিল্লা ওয়ারিয়র্সের লক্ষ্যমাত্রা ১৬০ রান।
এদিকে, চট্টগ্রাম দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ক্যারিবীয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। ৩৪ বল থেকে ৫ চার ও ২ ছক্কার সাহায্যে ৫৪ রান করেন তিনি।
১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ, ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫১ রান। ম্যাচটি জিততে কুমিল্লার দরকার ১৪ ওভার থেকে ১০৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম- ২০ ওভার ১৫৯/৬ (মোহাম্মাদ মিথুন ৬২)
(সৌম্য সরকার ৪-০-২০-২)
কুমিল্লা- ৬ ওভার ৫১/১ (স্টিয়ান ভ্যান জিল ২২)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।