আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ আইন এবং সংবাদমাধ্যমের ‘এথিকস’ অনুযায়ী এ কিশোরের নাম, ঠিকানা এবং ছবি প্রকাশ করেনি দ্য সান। শিশু অধিকার বিষয়ক দাতব্যসংস্থা ‘আই ক্যান বি’র কর্মী আনস্তাসিয়া দে ওয়াল বলেন,এতে বোঝা যায় গ্রেপ্তারই একমাত্র সমাধান নয় এবং বৃটেনের কারাগারগুলো সংশোধনাগার হিসেবে যথেষ্ট ভাল নয়।
হিউম্যান রাইটস ওয়াচ গত রোববার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বার্তা দেয়, বৃটেনের সমাজে এমন কিশোর কেন এতো অপরাধ করবে তার তদন্ত করা উচিত।
দ্য সান জানায়, ওই কিশোরের বয়স মাত্র ১৬। এর ভেতর ১৯১ বার গ্রেপ্তার হয়েছে। নর্থামব্রিয়া কাউন্টি পুলিশের বিভিন্ন তথ্য যাচাই করে এমন তথ্য পাওয়া গেছে।
ওই কিশোর খুনের চেষ্টা করেছে ১৩ বার। মাতলামি করেছে অসংখ্য বার। মেয়েদের উত্যক্ত করেছে ৬১ বার। এছাড়া আগুন লাগিয়েছে এবং অবৈধ অস্ত্র রেখেছে।
সর্বশেষ লন্ডনের ক্যানসিয়ার রাস্তায় গত রোববার এক ব্যাংকারের পায়ে গুলি করে আবার ধরা পড়ে সে পুলিশের হাতে।
দ্য সান জানায়,এরিমধ্যে তার এসব তথ্য প্রকাশিত হওয়ায় বৃটেনেই অনেকে প্রশ্ন করেছেন এতবার গুরুতর অভিযোগ করেও কীভাবে সে ছাড়া পেয়েছে? তাকে কেন পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়নি?
এ বিষয়ে ব্রিটেনের ক্রাইম প্রিভেনশন বিভাগের কর্মকর্তা ডেভিড স্পেন্সার দ্য গার্ডিয়ানকে বলেন, শিশু অপরাধ দমনের পাশাপাশি তাদের সুরক্ষিত অবস্থায় রাখতে আমাদের বিশেষ পুলিশ এবং কোর্ট আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।