বিনোদন ডেস্ক : ২০০৭ সালে রাজস্থানের এক ইভেন্টে হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ার শিল্পা শেট্টিকে চুমু খেয়েছিলেন। প্রকাশ্যে এহেন আচরণ করার পর আইনি গেরোয় জড়ান অভিনেত্রী। অশ্লীলতার দায়ে শিল্পা শেট্টির বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য। ২০২২ সালের জানুয়ারি মাসে তা খারিজ করে দিয়েছিলেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সেশন কোর্টে মামলা হয়। মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের রায়কেই সমর্থন করে সেশন কোর্ট। সোমবার বিচারক এসসি যাদব মহারাষ্ট্র সরকারের দায়ের করা রিভিশন অ্যাপ্লিকেশন খারিজ করে দেন। যদিও এখনও পর্যন্ত রায়ের বিস্তারিত কপি আপলোড করা হয়নি।
রাজস্থানের ওই প্রোমোশনাল ইভেন্টের পর মুন্ডাওয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে শিল্পার বিরুদ্ধে মামলা করার অনুমতি চাওয়া হয়েছিল। সেই আবেদনপত্র মঞ্জুর হয়। এরপর ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারা সহ IT আইন এবং নারীদের অমার্জিতভাবে উপস্থাপনের আইনে মামলা করা হয়।
ওই মামলা মুম্বইয়ের কোর্টে স্থানান্তরিত করার আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিল্পা শেট্টি। ২০১৭ সালে ওই আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। বালার্ডের মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে ওই মামলার শুনানি হয়।
২০২২ সালের জানুয়ারি মাসে ম্যাজিস্ট্রেট কেতকি চবন শিল্পা শেট্টিকে ক্লিন চিট দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, শিল্পা শেট্টি পরিস্থিতির শিকার হয়েছিলেন। বলা হয়, রিচার্ড গিয়ার অতর্কিতে শিল্পাকে চুমু খেয়েছিলেন, বিষয়টি তিনি বুঝতে পারেননি।
তবে মহারাষ্ট্রের সরকার ওই রায়কে চ্যালেঞ্জ করে সেশনস কোর্টের দ্বারস্থ হয়। রাজ্য দাবি করে, ম্যাজিস্ট্রেট অনৈতিকভাবে শিল্পাকে বেকসুর বলে দাবি করেছেন।
রাজ্য এও জানায়, প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে শিল্পা রিচার্ডকে বাধা দেননি। আর এই কারণ দর্শিয়েই ম্যাজিস্ট্রেটের রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। IPC 294 ধারায় মামলাটি করা হয়েছিল। সেই মামলাকে এবার খারিজ করল সেশন কোর্ট।
ঠিক কী ঘটেছিল ২০০৭ সালে?
ওই বছর শিল্পা শেট্টি কুন্দ্রা রাজস্থানে গিয়েছিলেন AIDS নিয়ে সচেতনতা প্রচারের জন্য। সেখানেই রিচার্ড গিয়ারর সঙ্গে দেখা হয়েছিল শিল্পা শেট্টির। প্রিটি উইমেন স্টারের হাত ধরে স্টেজে ওঠেন অভিনেত্রী। এরপর প্রথমে তাঁর হাতে ও গালে আলতো করে চুমু খেয়ে তাঁকে জড়িয়ে ধরেছিলেন রিচার্ড।
এরপরেই বিতর্কিত ঘটনাটি ঘটান তিনি। শিল্পাকে জড়িয়ে ধরে পিছনে ঝুঁকিয়ে তাঁর গালে একাধিক চুমু খান রিচার্ড। অতর্কিতে ওই ঘটনা ঘটায় প্রথমে চমকে গিয়েছিলেন শিল্পা। পরে হেসে নিজেকে সামলে নেন তিনি। রিচার্ড এরপর শিল্পার সামনে হাঁটু মুড়ে বসে তাঁকে কুর্নিশ জানান।
ওই ঘটনার পর বেজায় চটে যায় শিবসেনা। দাবি করা হয়, ভারতীয় সংস্কৃতির অপমান করেছেন শিল্পা। জয়পুরের এক আদালত শিল্পা শেট্টি এবং রিচার্ড গিয়ারর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল সেই সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।