আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক হাজার ৬০০ বছরের পুরনো এক মোজাইক চিত্রকর্ম উদ্ধার হয়েছে মধ্য সিরিয়া থেকে। রোমান আমলের এই পুরাকীর্তি কার্যত সম্পূর্ণ অক্ষত অবস্থায়ই রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সিরিয়ার হোমস শহরের কাছে আল-রাস্তান এলাকায় মাটি খুঁড়ে পাওয়া গেছে মোজাইকটি। ২০১৮ সালের আগ পর্যন্ত ওই এলাকা ছিল বাশার আসাদবিরোধী বিদ্রোহীদের দখলে।
ব্যাপক লড়াইয়ের পর ২০১৮ সালে ওই স্থানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিরিয়া সরকার।
জানা গেছে, ২০ বাই ৬ মিটার আয়তনের মোজাইকটির ওপরে তুলে ধরা হয়েছে পৌরাণিক ট্রোজান ও আমাজন যুদ্ধের বিভিন্ন দৃশ্য। মূলত দুটি দৃশ্যে বিভক্ত শিল্পকর্মটি। প্রধান দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে আমাজন যুদ্ধ। আর দ্বিতীয় দৃশ্যে তুলে ধরা হয়েছে সমুদ্র দেবতার কথা।
মোজাইকটিকে রোমান যুগের এ ধরনের শিল্পকর্মের মধ্যে বিরলতম হিসেবে বিবেচনা করা হচ্ছে। বলা হচ্ছে, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে উদ্ধার হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি।
সিরিয়ার জাদুঘর ও পুরাকীর্তি অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হাম্মান সাদ বলেন, ‘আমরা যা দেখছি, তা বৈশ্বিক মানদণ্ডে বিরল এক আবিষ্কার।’
হাম্মান সাদ আরো জানান, মোজাইকে সবিস্তারে রোমান সমুদ্র দেবতা নেপচুন এবং তাঁর ৪০ উপপত্নীর ছবি তুলে ধরা হয়েছে। এ ছাড়া এতে ফুটিয়ে তোলা হয়েছে হারকিউলিসের হাতে আমাজনের রানি হিপ্পোলিটার বধের দৃশ্য।
সিরিয়া প্রত্নতত্ত্ববিদদের কাছে মূল্যবান প্রাচীন নিদর্শনের খনি হিসেবে পরিচিত। প্রাচীন সভ্যতার বেশ কিছু সেরা মানের নিদর্শন মিলেছে এই দেশ থেকে। এগুলোর মধ্যে রয়েছে দামেস্কের উমাইয়া মসজিদ ও প্রাচীন নগরী পালমিরার মতো নিদর্শন।
সিরিয়ার চলমান গৃহযুদ্ধে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ২০১৫ সালে ইসলামিক স্টেট (আইএস) বাহিনী প্রাচীন নগরী পালমিরার ব্যাপক ক্ষতি করেছে। সূত্র : বিবিসি, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।