আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থীদের টিকা বাধ্যতামূলক করে ১৭ মাস পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে সৌদি আরব। আজ রবিবার (২৯ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সব সরকারি, বেসরকারি ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ লাখ শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে।
করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৭ মাস যাবত সব শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি কার্যক্রম বন্ধ ছিল। এ সময় অনলাইনে প্লাটফর্মে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়।
করোনা সংক্রমণ রোধে সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তার টিকা বাধ্যতামূলক করা হয়। এদিকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত টিকা না নেওয়া শিক্ষার্থীদের দ্রুত টিকা নেওয়া নির্দেশনা দিয়ে তাদের অনুপস্থিত হিসেবে বিবেচনা করা হবে না বলে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের অধিকাংশ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকৃত ‘তাওয়াককালনা’ অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করা হবে।
সৌদির শিক্ষামন্ত্রী ড. হামাদ আল শেখ জানান, করোনা সংক্রমণ রোধে সব শিক্ষক, শিক্ষার্থী ও বাবা-মাকে সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করে অভিভাবকদের এ ব্যাপারে আশ্বস্ত করা প্রতিষ্ঠানের কর্তব্য।
করোনা রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশণা দিয়েছে সৌদির শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষার্থীদের সমাগম একদম কমিয়ে রাখতে হবে, সকালের পিটি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের সর্বদা মাস্ক পরতে হবে।
কোনো শিক্ষার্থীর করোনা সনাক্ত হলে পুরো ক্লাসকে বাড়িতে পাঠানো হবে এবং সবাইকে ১০দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অন্যান্য ক্লাসেও দুই বা ততোধিক শিক্ষার্থীর করোনা সনাক্ত হলে পুরো স্কুল বন্ধ করা হবে। তবে স্কুলের শিক্ষা কার্যক্রম পুরোপুরি অনলাইনে চলতে থাকবে।
সূত্র : আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।