বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ৫০০ টাকায় এবার রেডমির স্মার্টফোন পাওয়া যাচ্ছে! তবে এই ফোন ক্রয় করতে আপনাকে মানতে হবে কিছু নিয়ম। তাহলে চলুন জেনে নেয়া যাক কী সেই রুলস।
বর্তমানে অ্যামাজনে মোবাইল সেভিং ডে সেল চলছে। তবে তা আজই শেষ হতে চলেছে। সেলের মাঝে মোবাইল ফোনে দেওয়া হচ্ছে বড় ধরনের ছাড়। রেডমি, অপো, নোকিয়ার মত সংস্থার ফোনে দেওয়া হচ্ছে বড় ছাড়। ফলে, আজই সেই দিন, আপনি যদি নতুন ফোন কেনার বিষয়ে চিন্তা করে থাকেন। কারণ, ১৭ হাজার টাকার রেডমি নোট ১০এস (Redmi Note 10S) আজ পাওয়া যাচ্ছে মাত্র ৪৯৯ টাকায়।
কীভাবে কিনবেন ১৭ হাজারের ফোন ৪৯৯ টাকায়? রেডমি নোট ১০এস (Redmi Note 10S)-এর আসল দাম ১৬ হাজার ৯৯৮ টাকা। তবে, অ্যামাজন-এ সেলে তা পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ, প্রথমেই ১৯৯৯ টাকার ছাড়। এর ওপর রয়েছে আরও কয়েকটি ব্যাংকের অফার।
কারাগারে থেকে জ্যাকুলিনকে নিয়ে চিঠি লিখলেন সেই প্রতারক সুকেশ
ব্যাংকের কী কী অফার থাকছে? রেডমি নোট ১০এস (Redmi Note 10S) কিনতে ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করলে এর ওপর আরও ১ হাজার ২৫০ টাকার ছাড় মিলবে। অর্থাৎ, সেক্ষেত্রে ফোনের দাম দাঁড়াবে ১৩ হাজার ৭৪৯ টাকা।
Redmi Note 10S এক্সচেঞ্জ অফার : রেডমি নোট ১০এস (Redmi Note 10S)-এ ১৩ হাজার ২৫০ টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আপনি যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে চান তো সে ক্ষেত্রে ১৩ হাজার ২৫০ টাকা পর্যন্ত অফার পেতে পারেন। আর এভাবেই ১৭ হাজার টাকার ফোন আপনি পেয়ে যাবেন মাত্র ৪৯৯ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।