Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি জেলখানায় করোনা সনাক্ত হওয়ায় দেশটির মহারাষ্ট্রে ৩৫ হাজারের মধ্যে ১৭ হাজার বন্দী আসামিকে ছেড়ে দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাইয়ের একটি জেলখানায় প্রায় ১৮০ জনের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে। সেইসঙ্গে তিনি জানান, সাময়িক জামিনে আসামিদের ছেড়ে দেয়া হচ্ছে, কিন্তু যারা ‘গুরুতর অপরাধী’ তাদের জেলেই থাকতে হবে।
দেশটির রাজ্য কর্তৃপক্ষ বলছে, জেলখানার মতো জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলাটা আসলে কঠিন। অতএব এমন পরিস্থিতে সংখ্যায় কমানো ছাড়া উপায় নেই।
ভারতজুড়ে ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ২৪ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২৯৩ জন। সূত্র-বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



