শাবিপ্রবি প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন।
আজ সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি হতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে হলে অবস্থান করতে আগ্রহী শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সতর্কতার সাথে অবস্থান করতে পারবে। আগ্রহী অবস্থানকারী শিক্ষার্থীদের হলের অফিস কক্ষে নাম এন্ট্রি করাতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।