বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই ১৮ বছর পূর্ণ করলেন আমেরিকান রিয়েলিটি টেলিভিশন তারকা কাইলি জেনার। আর প্রাপ্তবয়স্ক হতে না হতেই বিশাল এক প্রস্তাব পেলেন তিনি। প্রেমিক তাইগার সঙ্গে একটি সে’ক্স টেপ বের করলে বিনিময়ে পাবেন ১০ মিলিয়ন মার্কিন ডলার। এ প্রস্তাব পাঠিয়েছে প’র্ন ছবি নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্ট।
এর আগে ভিভিড একই প্রস্তাব করেছিল রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানকে। এতে সাড়া দেন কিম। তিনি তার সেই সময়কার প্রেমিক গায়ক এবং অভিনেতা রে জে-এর সঙ্গে সে’ক্স টেপ বের করেন। এই সে’ক্স টেপটি কিমকে ক্যারিয়ারের তুঙ্গে এক টানে তুলে নিয়ে যায়। কাজেই কাইলি জেনার এ প্রস্তাবকে কিভাবে কাজে লাগাবেন তা দেখতে অপেক্ষায় রয়েছেন সবাই।
আরেক প’র্ন নির্মাতা প্রতিষ্ঠান ‘ব্যাঙ ইউ লেটার’ ১.৮ মিলিয়ন ডলারের প্রস্তাব এনেছে। এ ভিডিও চিত্রটি ২২ মিনিটের হবে বলে জানায় তারা।
উভয় প্রতিষ্ঠান কাইলিকে বোঝানোর চেষ্টাও করছেন। যদি কাইলি রাজি থাকেন, তবে তিনি কিম বা প্যারিস হিলটনের মতোই বিখ্যাত হয়ে উঠবেন।
ডিজিটাল প্লেগ্রাউন্ড নামে আরেকটি প’র্ন সাইট তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে প্রস্তাব করেছেন কাইলিকে। চাইলে কাইলি এদের মাধ্যমে প’র্ন ছবিও করতে পারবেন।
ডিজিটাল প্লেগ্রাউন্ড থেকে পাঠানো এক মেসেজে কাইলিকে বলা হয়, আপনি প’র্ন তারকা না হয়ে সময় নষ্ট করছেন। আপনার দেহ এবং সৌন্দর্য এ তারকা হওয়ার জন্যে আদর্শ। তাই আমাদের সঙ্গে আসুন এবং নতুন এক দুনিয়ার তারকা বনে যান।
১৮ পূর্ণ করেই কাইলি একের পর এক পর্ন নির্মাতাদের প্রস্তাব পেয়ে চলেছেন। তবে এখন পর্যন্ত নিজের সিদ্ধান্তের কথা জানাননি তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।