জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১৮ মাসের কম সময়ের মধ্যেও নির্বাচন সম্ভব। আমাদের আশা ন্যূনতম সময়ের মধ্যে এই সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে, যে মর্যাদা নিয়ে এসেছেন সেই সম্মান নিয়েই তাদের স্ব স্ব অবস্থানে ফিরে যাবেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গীমোড় এলাকায় ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় প্রবীণ এই বিএনপি নেতা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত শেষ করে বাকি যে সংস্কারগুলো দরকার, তা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণের প্রকৃত প্রতিনিধিরা দায়িত্ব পায় তাহলে তারা জনগণের প্রতি সেই দায়িত্ব পালন করবে।
এর আগে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন নজরুল ইসলাম খান। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকসেদুল মোমেন মিথুন, উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল, বিভাগীয় যুবদলের সাবেক সহ সভাপতি খন্দকার মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যর্থ হলে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি
এর আগে এদিন বিকালে তারা জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে শহীদ সাদিকুর রহমানের পরিবারকে বিএনপির পক্ষ থেকে একটি দোকান হস্তান্তর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।