আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব দারিদ্র্য দমনে যে অগ্রগতি হয়েছে তা আবারো পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। খবর ভয়েজ অব আমেরিকার।
বিশ্ব ব্যাংক আরো বলেছে, মহামারীর কারণে সারা বিশ্বে কয়েক লক্ষ মানুষ চাকরি হারিয়েছে, এর ফলে বৈশ্বিক দারিদ্র্যের হার ১৯৮৮ পর প্রথমবারের মতো বৃদ্ধি পাবে।
বিশ্বব্যাংক বলেছে, উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, বিশেষ করে সাব সাহারান আফ্রিকায়, যেখানে মহাদেশের প্রায় অর্ধেক মানুষ চাকরি হারিয়েছে।
বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক মন্দা সম্ভবত চল্লিশ বছরে ঐ অঞ্চলে সবচেয়ে খারাপ হবে। জাতিসংঘের অনুমান বিশ্বের জনসংখ্যার আট শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ কোটি মানুষ বছরের শেষ নাগাদ দারিদ্র সীমার নিচে চলে যেতে বাধ্য হবে।
জাতিসংঘ বলেছে, সবচেয়ে বেশি ঝুঁকির জনগোষ্ঠীর জন্য নয় হাজার কোটি ডলার মানবিক সাহায্যের প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



