
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে মাশরাফি বিন মুর্তজার দল।
অপেক্ষার প্রহর ফুরালো তামিমের :
ওয়ানডে ক্রিকেটে ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। আগের সেঞ্চুরিটি করেছিলেন ২৩ ইনিংস ও ১৯ মাস আগে। ১০৬ বলে আসে তামিমের সেঞ্ছুরি।
সেঞ্চুরির পথে তামিম, মুশফিকের বিদায়ঃ
শান্ত ফেরার পর তামিমের সঙ্গে রান বাড়ানোর দায়িত্ব নেন মুশফিকুর রহিম। দেখেশুনে খেলে ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ৪৭তম বলে এসেছে মুশফিকের হাফ সেঞ্চুরি।
হাফ সেঞ্চুরির পর বেশীক্ষণ উইকেটে থাকেননি মুশফিক। মাধভেরের বলে উড়িয়ে মারতে গিয়ে মুতুমবদজির তালুবন্দি হন তিনি। বিদায় নেয়ার আগে মুশফিক করেন ৫০ বলে ৫৫ রান। তামিম-মুশফিক জুটি দলের রান খাতায় যোগ করেন ৮৭ রান।
আট মাস পর তামিমের হাফ সেঞ্চুরি:
লিটন ফিরলেও ছন্দে খেলতে থাকেন তামিম। ওয়ানডেতে সাত ইনিংস ও আট মাস পর হাফ সেঞ্চুরির দেখা পান বাঁহাতি এই ওপেনার। তামিমের ৪৮তম ওয়ানডে হাফ সেঞ্চুরিটি আসে ৪২ বলে।
তামিমের হাফ সেঞ্চুরির আগের বলে রানআউট হন নাজমুল হোসেন শান্ত। ১১তম ওভারে ওয়েসলি মাধভেরের বলটি ডট দেন শান্ত। বল চলে যায় ফিল্ডারের হাতে। তামিমকে রান নেয়ার জন্য কোনো ডাক দেননি শান্ত। ৪৯ রানে ব্যাটিং করতে থাকা তামিম অপরপ্রান্ত থেকে দৌড়ে স্ট্রাইকে পৌঁছান। অপ্রস্তুত থাকা শান্ত মাত্র ছয় রানে রানআউট হয়ে ফিরে যান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশঃ ২০০/৩ (৩৭ ওভার)
(তামিম ১০১*, মাহমুদউল্লাহ ২৫*)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।