ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। বোলিংয়ে ১ নম্বর জসপ্রিত বুসরাহ। বিশ্বকাপের লিগ পর্বের পয়েন্ট টেবিলের ১ নম্বরে ভারত। সেই ১ নম্বরদের দলকে বুধবার ‘১’ এর লজ্জায় ফেলেছে নিউজিল্যান্ড।
ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। কিন্তু এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা।
এদিন দলীয় ৫ রানে টপ অর্ডারের প্রথম ৩ ব্যাটসম্যানকে হারায় ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফেরান ম্যাট হেনরি। আর বিরাট কোহলিকে আউট করেন ট্রেন্ট বোল্ট। তিনজনই করেছেন ১ রান করে।
আর এর মধ্য দিয়ে লজ্জার এক রেকর্ড গড়ল ভারত। ইতিহাসে এই প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতের প্রথম ৩ ব্যাটসম্যান ১ বা তার কম রান করে আউট হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।