১ ওভারেই ৬ উইকেট! কে এই বিস্ময়বালক

স্পোর্টস ডেস্ক: ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজির তো প্রায় সময়ই দেখা যায়। কিন্তু ছয় বলে ছয় উইকেট নেয়ার নজির ক্রিকেটের ইতিহাসে বিরল। ২০১৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান চতুর্থ গ্রেডের ব্যালারট ক্রিকেটে অ্যাসোসিয়েশনের একটি ম্যাচে বিশ্বের প্রথম বোলার হিসেবে এক ওভারে ডবল হ্যাটট্রিক করেন অ্যালেড ক্যারি।

ক্যারির রেকর্ডের ছয় বছর পর তার রেকর্ডে ভাগ বসালেন ১২ বছর বয়সী অলিভার হোয়াইটহাউজ। এই বিস্ময়বালক ইংল্যান্ডের অভিবাসী।

ছবি-সংগৃহীত

ইংলিশ মাইনর কাউন্টি ক্রিকেটে ব্রুমসগ্রোভ ক্রিকেট ক্লাবের বোলার অলিভার কুকহিলের বিপক্ষে ম্যাচে অনন্য এই কীর্তি গড়েন। সেই সঙ্গে ছয় বলে ছয় উইকেট নেয়া বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে রেকর্ডবুকে নিজের নাম তোলেন।

সেই ম্যাচে অলিভার বোলিং করেছে দুই ওভার। এই দুই ওভারে সে তার ঝুলিতে পুরেছে মোট ৮ উইকেট। বিপরীতে রান দেননি একটিও।

অবিশ্বাস্য এই কীর্তি নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে বলে মন্তব্য করেন ১২ বছর বয়সী এই বালক। তিনি বলেন, ‘এক কথায় বলতে পুরো বিষয়টিই আমার কাছে অবিশ্বাস্য লাগছে।’

রাতে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দেখবেন যেভাবে