অর্থনীতি ডেস্ক : ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’ নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ছে তিন হাজার ২১৬ কোটি টাকা। তবে এর নির্মাণব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি সাত লাখ টাকা। বর্তমানে এ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৯৫০ কোটি সাত লাখ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) সহযোগিতায় ‘যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে ইনিশিয়াল প্রাক্কলিত ব্যয় ছিল ৯ হাজার ৭৩৪ কোটি সাত লাখ টাকা। এখন এটি নির্মাণে খরচ হবে ১২ হাজার ৯৫০ কোটি ছয় লাখ ৮৩ হাজার ৩৬৭ টাকা।’
২০১৬ সালে এটা একনেকে অনুমোদন পায়। তখন খরচ প্রাক্কলন করা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি সাত লাখ টাকা।
ব্যয় বৃদ্ধির কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কাজে গতি আনতে চাই, এজন্য পদ্ধতি সহজ করতে হবে। আজকে যদি অনুমোদন না দিয়ে ফেরত দিয়ে দিতাম, তাহলে আবার একনেকে নিতে হতো। একনেক অনুমোদন দিলে আবার ক্রয় কমিটিতে আনতে হতো। এ প্রকল্প একনেক প্রথমে অনুমোদন দিয়েছে। অনেক ব্যয় বৃদ্ধি হয়েছে, তাই আবার একনেকে যেতে হবে। প্রধানমন্ত্রীর এটা দেখা উচিত, দেখে যদি তিনি অনুমোদন দেন, তাহলে ওকে। একনেক অনুমোদন না দিলে হবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।