ট্রাভেল ডেস্ক : বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও দুবাইয়ে ২০১৯ সালে পর্যটক সংখ্যা বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। দুবাইয়ের মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, গত বছর শহরটিতে ভ্রমণ করেছে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার পর্যটক। খবর দ্য ন্যাশনাল।
বিবৃতি অনুযায়ী, দুবাইয়ের মোট জিডিপির ১১ দশমিক ৫ শতাংশ এসেছে পর্যটন খাত থেকে। এছাড়া ২০১৯ সালের ওয়ার্ল্ড ট্রাভেল ও ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, এ খাতে শহরটির অবস্থান ছিল তৃতীয়।
দুবাই ট্যুরিজমের ডিরেক্টর জেনারেল হেলাল সাঈদ আলমারি বলেন, গত দশকে বিশেষ করে ২০১৯ সালে বৈশ্বিক পর্যটকদের কাছে দুবাই বেশ আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ফলে ভবিষ্যতেও পর্যটন খাতে দুবাই বেশ ভালো অবস্থানে থাকবে বলে আশা করা যাচ্ছে।
দুবাইয়ে আসা পর্যটকদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ভারতীয়। দেশটি থেকে পর্যটক এসেছে প্রায় ২০ লাখ। এর পরই রয়েছে সৌদি আরবের অবস্থান। সৌদি আরব থেকে দুবাইয়ে পর্যটক এসেছে ১৬ লাখ। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১২ লাখ পর্যটক এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া প্রতি বছরই বাড়ছে চীনা পর্যটকের সংখ্যা। গত বছর দেশটি থেকে দুবাইয়ে পর্যটক এসেছে ৯ লাখ ৮৯ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।