বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল বলেছেন, ‘আর কাদা ছোঁড়াছুঁড়ি চাই না। আদালতের রায় মেনে সবার এখন এক হয়ে কাজ করা উচিত। শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক নোংরামি হয়েছে আর নয়। এফডিসিতে কেন বহিরাগত আসবে? কে এনেছে? কেন এনেছে? কার এত বড় সাহস বহিরাগত আনার? লোক আনলেই সব কিছু? এত সহজ না।’
এফডিসিতে এসে নোংরামি করা লোকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যারা নোংরামি করছেন তাদের সবাইকে আমরা ধরবো। তারা কেন এই নোংরামি করেছে জবাব দিতে হবে। আর একজন আছেন সিনেমা হলের মালিক; তিনি বিরাট নেতা। তিনি যত বড় নেতাই মনে করুক না কেন নিজেকে তিনি আসলে জিরো। সবাই সাবধান হয়ে যান, এ নিয়ে আর মাতামাতি করবেন না।’
হাইকোর্টে রায়ে আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণার পরদিন আজ বৃহস্পতিবার প্রায় এক মাস চারদিন বাদে এফডিসি এসেই ডিপজল এ কথা বললেন। তিনি আরও বলেন, ‘এক নির্বাচন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তাতে আমাদের শিল্পীদের মান-সম্মান বলতে কিছু থাকছে না। এখন আদালতের রায় মেনে নিতে হবে। পরস্পরকে সহযোগিতা করতে হবে। শিল্পীদের মাঝে বিভাজন থাকা ভালো নয়। এর অবসান এখনই করতে হবে। এ নিয়ে আর কোনো কথা বাড়ানো উচিত নয়।’
শক্তিমান এই অভিনেতা আরও বলেন, ‘তিনি (সোহানুর রহমান সোহান) সংবিধানের কিছু জানেও না, বুঝেও না। হয়তো তিনি কিছু পেয়েছেন তাই এভাবে বলেছেন। তিনি কেন এমন বলবেন? ফিল্মে অনেক লোক আছে তিনি কিছু না। তার চেয়ে অনেক মাথা আছে। এই নোংরামি বন্ধ করা উচিত। যারা নোংরামি করছেন তাদের সবাইকে আমরা ধরব। তারা কেন এই নোংরামি করেছে তার জবাব দিতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।