স্পোর্টস ডেস্ক: ভারতের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ ওভারে গিয়ে হারলো বাবর আজমের দল। আগে ব্যাট করে ১৩০ রান করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১২৯ রানে থামতে বাধ্য হয়েছে পাকিস্তান। ১ রানে জিতে যায় সিকান্দার রাজার জিম্বাবুয়ে।
স্কোরবোর্ডে পুঁজি বেশি ছিল না জিম্বাবুয়ের। তবে তাদের মানসিকতায় ছিল দৃড়তা। সেটারই পুরষ্কার পেয়েছে তারা। মাত্র ১৩০ রান করেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। এটি যেন বিশ্বাসই হয়নি ব্রাড ইভান্সের। তাইতো জয়ের পর উইকেটে শুয়ে অঝোরে কাঁদলেন।
পার্থে টস জিতে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৩০ রান করে। রান তাড়ায় নেমে ৮ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। সুপার টুয়েলভের একমাত্র দল পাকিস্তান যারা দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।