আন্তর্জাতিক ডেস্ক: গোল্ডেন হ্যান্ডশেক’। IT জগতে এক অতি পরিচিত শব্দ। দেশ তথা বিশ্বের বিভিন্ন কোম্পানিই মাঝেসাঝে নিজেদের কর্মীদের ছাঁটাই করে থাকে। ছাঁটায়ের সেই সমস্ত ঘটনাকে নানারকম নামে অভিহিত করা হয়ে থাকে। কখনও গোল্ডেন হ্যান্ডশেক ( Golden Handshake) তো কখনও আবার পিঙ্ক স্লিপ ( Pink Slip)। শেক্সপিয়র ( Shakespeare) বলেছিলেন ‘ What’s in a name’? বাস্তবিক, নাম যাই হোক, পরিণতি ভয়ঙ্কর।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স ( e-Commerce) সংস্থা, অ্যামাজন ( Amazon) নিজেদের ১ লাখ কর্মীকে ছাঁটাই করার পথে হাঁটল। সারা বিশ্ব মিলিয়ে প্রায় ১ লাখ কর্মচারীকে ছাঁটাই করেছে এই সংস্থা। বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ( Distribution Network) এবং ফুলফিলমেন্ট সেন্টার থেকে প্রায় ২ লাখ কর্মচারীকে ছাঁটাই করেছে অ্যামাজন।
কী বললেন আ্যামাজন অধিকর্তা?
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অ্যামাজনের শীর্ষ আর্থিক অধিকর্তা ব্রায়ান ওলসাভস্কি ( Brian Olsavsky)। তিনি বলেছেন, ‘এটা সঠিক সময়, যখন প্রতিটি কোম্পানির নিজেদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে নজর রাখা উচিত। আমরা সেই দিকে নজর দিয়েছি।’
অ্যামাজনের এই পদক্ষেপ কি আর্থিক মন্দার দিকে ইঙ্গিত করছে?
সারা বিশ্বজুড়ে বড় আর্থিক মন্দা ধেয়ে আসছে? এরকম কথা আগেই শোনা গিয়েছিল। জল্পনা চলছিল। অ্যামাজনের এই ছাঁটাইয়ের ঘটনায় সেই সম্ভাবনা আরও অনেকটা জোরদার হল। আর্থিক মন্দার কোনও আভাস না থাকলে অ্যামাজন এক লাখ কর্মচারীকে ছাঁটাইয়ের পথে হাঁটত না। মনে করা হচ্ছে, শীঘ্রই সারা পৃথিবীতে আর্থিক মন্দা কাবু করতে চলেছে। সেই ভয়েই অগ্রিম পদক্ষেপ নিচ্ছে IT সংস্থাগুলো।
কী করবে গুগল সহ একাধিক IT সংস্থা?
গুগল সহ একাধিক বড় IT কোম্পানিও নিজেদের নিয়োগ পদ্ধতি ধীর করবে। আর দ্রুতগতিতে নিয়োগ নয়– বরং নিয়োগের প্রশ্নে ধীরে চলো নীতি নেবে তারা।
কী প্রভাব ভারতের IT Sector-এ?
সারা বিশ্বজুড়ে আর্থিক মন্দা হলে, ভারতে কী হবে? কী ভাবে ধাক্কা সামলাবে ভারতের IT Sector? দেশের স্টার্ট-আপ সংস্থাগুলো ইতিমধ্যেই ছাঁটাইয়ের পথে হেঁটেছে। বড় সংস্থাগুলো খরচ কমানোর পথে ( Cost Cutting) হাঁটবে বলে জানা যাচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় বিমান আনছে ব্রিটিশ কোম্পানি, রেস্টুরেন্টসহ থাকছে যত চমক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।