স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে লিওনেল মেসর দল। তবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে নেদারল্যান্ডসও। ম্যাচের ৩৫ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে ডিফেন্ডার মানিলার গোলে এগিয়ে যায় দুই বারের চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফুটবলে এটি মালিনার প্রথম গোল।
সব মিলিয়ে দুই দলের দেখা হয়েছে ৯ বার, ৪-৩ এ এগিয়ে ডাচরা। বিশ্বকাপে তো তারা চেনা প্রতিদ্বন্দ্বী, এনিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দুই দল, যার শুরু ১৯৭৪ সালে। গ্রুপ ম্যাচে ৪-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। চার বছর পরের বিশ্বকাপ ফাইনালে ডাচদের হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে তারা। আর ৯৮-এর কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় আলবিসেলেস্তেদের।
এরপর বিশ্বমঞ্চে শেষ দুইবারের দেখায় নির্ধারিত সময় হয়েছে ড্র। ২০০৬ সালে গ্রুপ পর্বে গোলশূন্য ড্র হয়। ২০১৪-তে গোলশূন্য নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে পেনাল্টিতে ৪-২ গোলে জেতে আলবিসেলেস্তেরা। এবারের ফল কোনদিকে গড়ায় সেটাই দেখার অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।