বিস্তীর্ণ সব জনপদ ঘুরে দেখা এবং ধর্মীয় তীর্থস্থানে যাত্রা সহ নানা কারণে মধ্যযুগে মানুষ দীর্ঘ সময় হাতে নিয়ে বিভিন্ন জনপদ ঘুরে বেড়াতেন এবং জ্ঞান অর্জন করতেন। ব্যবসা-বাণিজ্য এবং ভ্রমণও অন্যতম উদ্দেশ্য ছিলো।
মধ্যযুগের দুনিয়াটা কেমন ছিল ও ওই সময়ের ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার নানা অঞ্চলের কাহিনী ফুটে উঠেছে তিন মুসলিম পরিব্রাজক এর লেখায়। তারা হলেন ইবনে বতুতা, ইবনে ফাদলান এবং এভলিয় চেলেবি। আজ দ্বিতীয় পর্বে ইবনে বতুতার বিবরণ তুলে ধরা হবে।
ইবনে বতুতা মরক্কোতে জন্মগ্রহণ করেন। তিনি চীন থেকে শুরু করে স্পেন পর্যন্ত সফর করতে সক্ষম হয়েছিলেন। ওই সময় পায়ে হেঁটে বা পশুর ক্যারাভানে চড়ে সফর করতে হতো বলে এটা তার জন্য অনেক বড় অর্জন ছিল।
ইবনে ববিতা জর্ডান স্পেন মিশর তুরস্ক যুক্তরাজ্য ভারত চায়না সহ ৪৪ টি দেশ ভ্রমণ করেন। ঘুরে বেড়ানো এবং ভ্রমণ নিয়ে তার আগ্রহ ছিল অনেক বেশি। বিভিন্ন জায়গায় তিনি দশ টির মত বিয়ে করেছেন এবং ওই জায়গা ত্যাগ করার পূর্বে তাদের সবাইকে তালাক দিয়েছেন।
মালদ্বীপ সম্পর্কে তিনি লিখেন যে এখানে বিয়ে করা বেশ সহজ কারণ মোহরানার পরিমাণ অনেক কম। সামাজিকভাবে পরিস্থিতি বেশ অনুকূলে। যারা জাহাজে করে এখানে আসতেন তারা বিয়ে করতেন এবং যাওয়ার সময় তালাক দিয়ে যেতেন। ওই সময় স্থানীয় মেয়েরা এই দ্বীপ ছেড়ে অন্য কোথাও যেত না।
সফরের সময় আলেকজান্দ্রিয়ায় শেখ বোরহান উদ্দিন নামে সুফী সাধকের সাথে তার দেখা হয়। তিনি ভবিষ্যৎবাণী করেন যে ইবনে বতুতা ভারত এবং চীন সফর করবেন। দ্বিতীয়বার হজ করার পর তিনি জেদ্দা থেকে নৌকায় চড়ে হর্ন অফ আফ্রিকার দিকে যান। সোমালিয়ার মানুষের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।
এরপর তিনি কেনিয়া ও তিউনিসিয়াতে যান। তখন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলক এবং মুসলিম স্কলারদের সম্পর্কে ইতিবাচক কথা লিখেন বতুতা। বতুতা সেখানে গিয়ে কাজী হিসেবে নিয়োগ পান। দিল্লি থেকে চীনের দূত হিসেবে ওখানে পাড়ি জমান এবং চীনের মহাপ্রাচীর দেখেন।
বতুতার সর্বশেষ সফর ছিল মালিয়ান সাম্রাজ্য। এখান থেকে তানজিনিয়ায় ফিরে গিয়ে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ভ্রমণপিপাসু মানুষের উদ্দেশ্যে ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনী বিস্তারিত লিখে যান।
আগামীকাল তৃতীয় পর্বে এফলিয়া চেলেবির বিবরণ নিয়ে আলোচনা করা হবে।
সূত্রঃ বিডি ভিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।