বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। চলতি বছর এরইমধ্যে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবশেষ গত ১১ নভেম্বর মুক্তি পায় ‘উঁচাই’। যা বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। এছাড়া চলতি বছর তার অভিনীত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘কার্তিকেয়’ও দারুণ সাড়া ফেলে।
বলিউডের প্রায় ৪০০ সিনেমায় অভিনয় করা সফল এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, একটা সময় তিনি পুরো নিঃস্ব হয়ে গেছিলেন। ফেসিয়াল প্যারালাইসিস হওয়া সত্ত্বেও ঘুরে দাঁড়াতে নিয়েছিলেন বিশেষ পদক্ষেপ।
জীবনের অজানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনুপম খের জানান, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিংয়ের আগেই তার ফেসিয়াল প্যারালাইসিস হয়। চিকিৎসক তাকে দুই মাসের জন্য বাড়িতে বিশ্রাম নিতে বলেছিলেন। সমস্ত শুটিং বাতিল করার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমি সেদিনই সেটে যাই এবং শুটিং শেষ করি।’
একইসঙ্গে অনুপম খের বলেন, ‘২০০৪ সালে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাই। তারপর আবার নতুন করে শুরু করি। এখন যা দেখছেন আমায়, এটা সম্পূর্ণ আমার ব্যর্থতার যোগফল। মানুষ আমায় বর্ষীয়ান, লিজেন্ড, থেস্পিয়ান অভিনেতা বলে ডাকতে শুরু করেছিল, অর্থাৎ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হবে এবার তোমায় তারপর তোমার সরে যাওয়ার পালা। কিন্তু আমি সেটা মানিনি। বিদেশ চলে যাই, সেখানে গিয়ে আমেরিকান সিরিজে কাজ করি।’
এই অভিনেতা আরও জানান, যখন ৬০ বছর হয়ে যায় মানুষ রিটায়ার করার কথা ভাবে। অথচ তিনি তার শরীরকে পুনর্গঠন করে তুলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।