
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুমিনুলকে প্রশ্ন করা হয় সাগরিকায় মুশফিকের সাথে তার পাল্লা দিয়ে বড় ইনিংস খেলার বিষয়টিকে। মুমিনুল তখন বলেন, ‘আমি তো মুশফিক ভাইর কাছে পঞ্চাশ-একশ না, দেড়শ-দুইশ আশা করি।’
এই টেস্টে সমর্থকরা তাকিয়ে থাকবেন এই দুইজনের ব্যাটের দিকেই। দলে অভিজ্ঞ বলতে আছেন মুশফিক আর মুমিনুলই কেবল। চট্টগ্রামের ছেলে মুমিনুল ঘরের মাঠে হাঁকিয়েছেন সাতটি শতক। তবে পরিসংখ্যানের ওপর নির্ভর করে হাওয়ায় গা ভাসাতে চান না মুমিনুল।
তিনি বলেন, ‘এই ভেন্যু আমার বাড়িঘরের মত এটা ঠিক না। ভালো খেলার চেষ্টা করি, আল্লাহর রহমতে হয়ে যায়। সাতটা সেঞ্চুরি আছে- এসব কখনও মাথায় রাখতে চাই না। সবসময় লম্বা সেশন, ৪-৫ সেশন ব্যাটিং করার লক্ষ্য নিয়ে যাই। অন্যান্য ম্যাচের মত সাধারণ পরিকল্পনাই করি।
আগে এতটা সেঞ্চুরি আছে এসব নিয়ে চিন্তা করি না।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মুমিনুলই নেতৃত্ব দিয়েছেন সবগুলো ম্যাচে। সেবার কোনো জয় পায়নি বাংলাদেশ, ড্র করতে পেরেছিল মাত্র একটি ম্যাচ। এবার তার প্রত্যাশা আগের চেয়ে বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


