২০০ কোটি ডলার বিজয়ীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুইশত কোটি ডলারের লটারি। তা জিতে নিয়েছেন একজন। কিন্তু সেই বিজয়ীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন আরেকজন। বলেছেন, তার লটারি চুরি করেছেন বিজয়ী। গত নভেম্বরে ইউএস পাওয়ারবল লটারি জেতেন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত এডউইন ক্যাস্ত্রো। কিন্তু এখন একই রাজ্যে বসবাসকারী হোসে রিভেরা মামলা করেছেন। বলেছেন, লটারির ওই অর্থ তার। তার কাছ থেকে এডউইন লটারি চুরি করে পুরস্কার নিয়েছেন। এ বিষয়ে এডউইন ক্যাস্ত্রোর মন্তব্য পাওয়া যায়নি। এর আগে আয়োজক সংস্থা ক্যালিফোর্নিয়া লটারি বলেছে, এডউইনই প্রকৃতপক্ষে বিজয়ী।এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়া লটারি বলেছে, পুরস্কারের অর্থ নিয়ে অভিযোগ সব সময়ই তারা যাচাই বাছাই করে। তা করার জন্য তাদের কাছে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। তবে হোসে রিভেরা আলহামব্রা শহরের সুপেরিয়র কোর্টে মামলা করেছেন। দাবি করেছেন, ২০২২ সালের ৭ই নভেম্বর তিনি বিজয়ী টিকিট কিনেছেন। পরের দিনই এক ব্যক্তি ওই লটারি চুরি করে। তখন এডউইন ক্যাস্ত্রো তার কাছে পরিচিত ছিল না। কিভাবে টিকিট চুরি করেছে ক্যাস্ত্রো, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রিভেরা।

এই পাওয়ারবল লটারির টিকেটের মূল্য ২ ডলার। একজন বিজয়ী দুই ভাবে তার পুরস্কার দাবি করতে পারেন। তারা ২৯ বছর ধরে বার্ষিক ভিত্তিতে পুরো অর্থ নিতে পারেন কিস্তি হিসেবে। অথবা অল্প অল্প করে নিতে পারেন। ১৯৯২ সালে এই লটারি শুরু হয়। যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের মধ্যে ৪৫টিতে এই লটারি হয়। এছাড়া লটারি হয় ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের টেরিটোরি পুয়ের্তো রিকো, ভার্জিন আইল্যান্ডে। বিজয়ীর অর্থের ওপর ফেডারেল ট্যাক্স হিসেবে শতকরা ২৪ ভাগ থেকে ৩৭ ভাগ কেটে রাখা হয়।