আন্তর্জাতিক ডেস্ক : বলছি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমানের খেতাব পাওয়া বিমানটির কথা। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার যুদ্ধের সময় বানানো হয় LONG RANGE, HIGH SPEED শ্রেণির রিকনসিস SR-71 গোয়েন্দা বিমান, যা সোভিয়েতের আকাশসীমায় ঢুকে গোপনে ছবি তুলে নিয়ে আসত। তুলে নিত রাস্তায় কোনো দ্রুতগতির গাড়ির নম্বরপ্লেটের ছবি।
SR-71 বা ব্ল্যাকবার্ডের মতো দ্রুতগতির জেট ইঞ্জিনচালিত বিমান পৃথিবীতে আর একটিও হয়নি। এটি শব্দের গতির ৩.২ গুণ গতিতে ছুটতে সক্ষম। বর্তমানের ড্রোনের কাজ করত তৎকালের SR-71।
সোভিয়েত ইউনিয়েন আকাশে ৮৫ হাজার ফুট উচ্চতায় উড়েছে বিমানটি।
রাডারে সহজে ধরা পড়বে না এমন শত্রুবিমানকে ধাওয়াকারী বিমান তৈরি করার উদ্দেশ্যে এরূপ অদ্ভুত বিমানের কনসেপ্ট তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার ক্ল্যারেন্স জনসন। ব্ল্যাকবার্ডের চেয়ে বেশি গতির বিমান এক্স-15 হলেও সেটি সরাসরি আকাশে উড়ত না। আর জেট ইঞ্জিন নয়; বরং ছিল রকেট ইঞ্জিন চালিত।
সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলই পারেনি SR-71-কে ভূপাতিত করতে। চব্বিশ বছরের সার্ভিস লাইফে দুইশো যুদ্ধবিমানকে গতির জোরে পরাস্ত করে এটি।
১৯৮৭ সালে লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দেওয়ার সময় ৩.৫ গতি তুলে বিশ্বরেকর্ড করেছিল SR-71। সর্বোচ্চ গতির বিমানের খেতাব দেওয়া হয় SR-71 বা ব্ল্যাকবার্ডকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।