স্পোর্টস ডেস্ক: ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেতাব জিতেছিল। আর সেটিই তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে জানিয়েছেন, বাঁহাতি এই অজি তারকা ক্রিকেটার।
সানরাইজার্স হায়দ্রাবাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ডেভিড ওয়ার্নার তিনি বলেছেন, ২০১৬ সালে যে বার আইপিএল জিতলাম, সেটাই আমার স্মরণীয় আইপিএল মুহূর্ত। সে বারের টুর্নামেন্ট জুড়েই ভাল খেলেছিলাম আমরা। সব চেয়ে বড় ব্যাপার হল, আমরা বেশ কয়েকটা ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছিলাম। যার ফলে প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।
২০১৬ সালের আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স।
ফাইনালের স্মৃতি রোমন্থন করে ওয়ার্নার বলছেন, বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফাইনালে খেলতে নেমেছিলাম। ওরা কতটা শক্তিশালী তা আমরা জানতাম। বিরাট কোহলি কেমন খেলছিল, তা সবারই জানা ছিল। সেই বছর কোহলি ৯৭৩ রান করেছিল। আরসিবিতে ছিল ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা। আমরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিই। রান তাড়া করতে দারুণ দক্ষ আরসিবি। তবে আমার মনে হয়েছিল, প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে আটকে রাখাই আমাদের আসল শক্তির জায়গা। আমাদের বোলিং শক্তিটাও দারুণ শক্তিশালী ছিল।
সানরাইজার্স প্রথমে ব্যাট করে সাত উইকেটে ২০৮ রান করে। রান তাড়া করতে নেমে একসময় আরসিবি’র রান ছিল ১০ ওভারে এক উইকেট হারিয়ে ১৪৫ রান। ওয়ার্নার বলছেন, ১০ ওভারে ওদের রান যখন এক উইকেটে ১৪৫, তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দারুণ এগোচ্ছিল ওরা। তারপরেই দুটো উইকেট নিই। এতেই আমাদের স্পিরিট বেড়ে গিয়েছিল। আর আমরা শিরোপাটি জিততেও সক্ষম হই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।