LG 22MK600M-B হল 21.5-ইঞ্চির IPS ফুল HD LED মনিটর যা ২০১৯ সালে মার্কেটে এসেছিলো। এলজির এ মনিটরের সক্ষমতা রয়েছে আপনার ভিউইং এক্সপেরিয়েন্সকে বৈচিত্রময় করে তোলার। আজ এ মনিটরের ফিচার, ডিজাইন, পারফরমেন্স এবং দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
মনিটরের ডিজাইনের দিকে খেয়াল করলে আপনার মনে হবে এটি বেশ মসৃণ এবং আধুনিক। তবে মনিটরের চারপাশে পাতলা বেজেল রয়েছে। মনিটরের ব্যাক প্যানেলের দিকে তাকালে আপনি প্রিমিয়াম ফিল পাবেন।
তবে হাইট এডজাস্টমেন্ট করার ফিচার এখানে দেওয়া হয়নি। এটির ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১৯২০ গুন ১০৮০ পিক্সেল। এ মনিটরে আপনি পরিষ্কার এবং স্পষ্ট ছবি উপভোগ করতে পারবেন। ৭৫ হার্জ রিফ্রেশ রেটের ফিচার থাকার কারণে নিয়মিত গেমিং এ বেশ সুবিধা হবে।
মনিটরের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। এর ফলে অন্যদের সাথে কন্টেন্ট উপভোগ করা বেশ সহজ হয়ে যাবে। এলজির তৈরি মনিটরটিতে HDMI, VGA এবং হেডফোন জ্যাকের মত ফিচার দেওয়া হয়েছে। মনিটরটিতে AMD এর টেকনোলজি সংযুক্ত করা হয়েছে। এর ফলে সিনেমা দেখা এবং গেম খেলার সময় স্ক্রিন টিয়ারিং এর মত সমস্যা থেকে মুক্তি পাবেন।
কালার একুরেসি এবং ব্রাইটনেসের জায়গায় মনিটরটি অনেক ভালো পারফরম্যান্স দিয়ে যাচ্ছে। সব ধরনের ইমেজ দেখতে অনেক প্রাণবন্ত এবং ন্যাচারাল মনে হবে। ২৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা সম্ভব হবে।
৭৫ হার্জ রিফ্রেশ রেটের ফিচার থাকার কারণে দৈনন্দিন কাজে স্মার্ট পারফরম্যান্স লক্ষ্য করবেন। স্বল্প বাজেটে এ মনিটরটি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক আগে রিলিজ পেলেও এখনো মনিটরটির ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে।
তবে ইউএসবি-সি পোর্ট এবং HDR টেকনোলজি উপভোগ করতে পারবেন না এ মনিটরটিতে। LG 22MK600M-B মনিটরটি ক্রয় করতে হলে আপনাকে ১১ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। ২০১৯ সালে রিলিজ হলেও এখনও এটি সেরা বাজেট মনিটর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।