Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণ নীতিমালাহীন শিল্প কারখানা ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় ২০১৯ সালে কমপক্ষে ২১২ জন পরিবেশ কর্মী নিহত হয়েছেন। এক্ষেত্রে এক বছরে নিহতের সংখ্যার এটি ছিল সর্বোচ্চ রেকর্ড। পর্যবেক্ষণ গ্রুপ গ্লোবাল ইটনেস বুধবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
তারা জানায়, এসব হত্যার ঘটনার দুই-তৃতীয়ংশ ঘটে ল্যাটিন আমেরিকায়।
বেসরকারি এ সংস্থা আরও জানায়, প্রায় নিশ্চিতভাবে বলা যায় এক্ষেত্রে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি, কারণ কিছু হত্যার ঘটনা জানা যায়নি বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।