স্পোর্টস ডেস্ক: ২০২০ সালে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে চায় টেনিস র্যাং কিংয়ে থাকা বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় স্টেফানোস সিটসিপাস।
বর্তমান সিটসিপাস আছেন আবু ধাবিতে। যেখানে তিনি মুবাডালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ খেলছেন। ২১ বছর বয়সী গ্রীক টেনিস তারকা সিটসিপাস বলেন, ২০২০ সালে ‘বিগ থ্রি’ অর্থাৎ নাদাল, ফেদেরার ও জকোভিচদের উপরে যাওয়ায় থাকবে আমার লক্ষ্য।
আবু ধাবিতে সিটসিপাস সাংবাদিকদের বলেন, আমি অনুভব করছি, টেনিসের যুগ বদলে যাচ্ছে। শীর্ষ তিন খেলোয়াড়দের (নাদাল, ফেদেরার ও জকোভিচ) বয়স বাড়ছে। আর তাই আমরা কিছু তরুণ খেলোয়াড়রাই টেনিসকে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি।
সিটসিপাসের লক্ষ্য ২০২০ সালে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করা। আগামী বছর শিরোপা জয় নিয়ে তিনি আরও বলেন, নাদাল, জোকোভিচ এবং ফেদেরার সর্বদা গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে আসছেন এবং আগামীতেও জিততে চেষ্টা চালিয়ে যাবেন। কিন্তু আমাকে যা করতে হবে তা হলো, অতিরিক্ত মাইল দৌড়ে তাদেরকে ছাড়িয়ে যেতে হবে। আপাতত পরের বছরের জন্য এটিই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।