স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ফুটবল, ক্রিকেটের মতো বন্ধ রয়েছে টেনিস টুর্নামেন্টও। আর জনপ্রিয় এই খেলাটি এ বছর ফের কোর্টে ফিরবে বলে আশা করছেন না রাফায়েল নাদাল।
৩৩ বছর বয়সী স্প্যানিশ এ টেনিস তারকা টেনিস কোর্টে আবারও ফেরা নিয়ে আগামী বছরকেই লক্ষ্য বানাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নাদাল বলেন, ২০২০ সালে টেনিস নিয়ে আর চিন্তা করছি না। এ বছর টেনিস একপ্রকার শেষ হয়ে গিয়েছে। আমার লক্ষ্য, আগামী বছর ভালো করে প্রস্তুতি নিয়ে কোর্টে নামা।
নাদাল আরও বলেন, আপাতত আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেনের দিকে ফোকাস করছি। ওটাই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট।
কোভিড-১৯ এর কারণে পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। বাতিল করা হয়েছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। এবছর আগামীতে এখনও যে টেনিস টুর্নামেন্ট গুলো আয়োজন করা বাকি আছে, তা আয়োজনে এখন থেকেই শুরু হয়েছে শঙ্কা। এক প্রকার খুবই বাজে একটি বছর পাড় করছেন টেনিস তারকারা।
আর নিয়ে নাদাল বলেন, ২০২০ সালটা এক প্রকার ভুলতে বসেছি। ভেবে নিয়েছি, আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গিয়েছে। আমাদের মতো খেলোয়াড়দের জন্য সময় অত্যন্ত মূল্যবান। একজন ২০ বছরের খেলোয়াড়ের থেকে ৩৫ বয়সী খেলোয়াড়কে নিজের ক্যারিয়ার নিয়ে অন্যভাবে ভাবতে হয়। তার ওপর চোট আঘাত সমস্যা রয়েছে। সেদিক থেকে এই বছরটা নিয়ে আমি খুব হতাশ।
প্রসঙ্গত, স্পেনে এখন বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলি বন্ধ রয়েছে। যার ফলে অনুশীলন করতেও সমস্যায় পড়ছেন নাদাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।