স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে ফেড কাপ ও ডেভিস কাপের মূল পর্ব। এই দুই টুর্নামেন্টের ফাইনালস হবে যথাক্রমে ২০২১ সালের এপ্রিল ও নভেম্বরে। আর এ খবরটি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ)।
২০২১ সালের ১৩-১৮ এপ্রিল হাঙ্গেরির রাজধানী বুডাপেস্টে হবে ফেড কাপের ১২ দলের অভিষেক আসর। আর এ আসরের মূল সূচি ছিল ২০২০ সালের ১৪-১৯ এপ্রিল পর্যন্ত।
অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০২১ সালের ২২-২৮ নভেম্বর ১৮টি দল অংশ নিবে ডেভিস কাপের মূল পর্বে। মূল সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের ২৬ জুন থেকে।
প্রসঙ্গত, করোনার কারণে গেল মার্চ থেকে বন্ধ হয়ে আছে সব ধরনের পেশাদার টেনিস টুর্নামেন্ট। এছাড়াও বাতিল হয়ে গেছে এ বছরের উইম্বল্ডন চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড স্ল্যাম আসরটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।