বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের এই দুনিয়াায় সেলফোন অ্যাপে মানুষের সময় কাটানো অনেক বেড়েছে। ব্রাজিল, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারগুলোয় ব্যবহারকারীরা দৈনিক গড়ে ৪ দশমিক ৮ ঘণ্টা সময় কাটাচ্ছেন। সেলফোন ডিভাইস ও প্লাটফর্মে ভোক্তাদের সময় দেয়া বাড়াতে বিভিন্ন সেবাদাতা কোম্পানিও সেদিকে তাদের মনোযোগ বাড়াচ্ছে। বাড়াচ্ছে সেবার মান, বানাচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন।
গত বছর বিভিন্ন সেলফোন বিজ্ঞাপনে বিভিন্ন কোম্পানির ব্যয় ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার কোটি ডলার। অ্যাপ অ্যানির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর মার্কেটিং ডাইভ।
অ্যাপ অ্যানির স্ট্যাট অব মোবাইল ২০২২ প্রতিবেদনে বলা হয়, গত বছর সেলফোন অ্যাপে ভোক্তা ব্যয় ১৯ শতাংশ বেড়ে ১৭ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। আইওএস, গুগল প্লেসহ চীনে থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপে ভোক্তা ব্যয় বেড়েছে। ভোক্তারা বিভিন্ন অ্যাপে রেকর্ড ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ঘণ্টা সময় ব্যয় করেছেন।
গবেষণা সংস্থাটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা (সিইও) থিওডর ক্রান্টজ জানান, সর্বকালের সেরা ডিভাইস হিসেবে দাঁড়িয়েছে সেলফোন। বড় স্ক্রিনের ব্যবহার তুলনামূলক কমেছে এবং সেলফোন স্ক্রিননির্ভরতা রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। সময় কাটানো, ডাউনলোড এবং আয়ের দিক থেকে সর্ব রেকর্ড ভেঙে দিয়েছে সেলফোন। ভোক্তাদের সেলফোননির্ভরতা বৃদ্ধিতে বিজ্ঞাপনদাতারাও সেখানে বিজ্ঞাপন বাড়িয়ে দিয়েছেন। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, নাইকি, কোকা-কোলার মতো কোম্পানি সেলফোনে বিজ্ঞাপন ব্যয় বাড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।