স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ২০২২ আসরের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত, ওমান ও স্বাগতিক কাতার।
বাছাইয়ের প্রথম রাউন্ড পার হয়ে আসা ছয়টি ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও ৩৪টিসহ মোট ৪০ দল নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের প্রধান কার্যালয়ে বুধবার কাতার বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ড্রও অনুষ্ঠিত হয়। ৪০টি দেশকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের প্রতিটি দল একে-অপরের সঙ্গে হোম-অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাছাই। ১০ সেপ্টেম্বর আফগানিস্তানে অ্যাওয়ে ম্যাচ দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরু করবে বাংলাদেশ।
আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ-মোট ১২ দল পাবে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের টিকেট। বিশ্বকাপের স্বাগতিক কাতার গ্রুপ সেরা হলে অন্য সাত গ্রুপের চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানার্সআপ দল যাবে তৃতীয় রাউন্ডে।
আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সরাসরি এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে। পরের সেরা ২৪ দল নিয়ে আলাদা আরেকটি বাছাই পর্ব হবে, সেখান থেকে নির্ধারিত হবে চীনে ২০২৩ সালের এশিয়ান কাপের বাকি দলগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।