২০২২ সালে একটি মানসম্মত ল্যাপটপে কী কী ফিচার থাকতেই হবে?

ল্যাপটপ

প্রযুক্তিগত জ্ঞানের অভাবে ল্যাপটপ ক্রয় করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না যে একটি ভালো ল্যাপটপের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে একটি মানসম্মত ল্যাপটপের কী কী ফিচার থাকা উচিত এবং ক্রয় করার আগে যেসব বিষয় নিয়ে ভাবা দরকার।

ল্যাপটপ

সবার আগে খেয়াল করবেন আপনি কোন উদ্দেশ্য নিয়ে ল্যাপটপটি কিনতে যাচ্ছেন। যদি গেমিং আপনার উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই গ্রাফিক্স কার্ড রয়েছে এরকম ল্যাপটপ আপনাকে ক্রয় করতে হবে। যদি বিজনেস এবং স্টাডি আপনার উদ্দেশ্য হয় তাহলে গ্রাফিক্স কার্ডের দরকার নেই। তখন প্রসেসর, র‍্যাম এবং ব্যাটারি ব্যাক-আপের দিকে নজর দিতে হবে।

বর্তমানে একটি মানসম্মত ল্যাপটপের রেজুলেশন ১৯২০*১০৮০পি হতে হবে। তার নিচের রেজুলেশনের ল্যাপটপ ক্রয় করলে আপনি ঠকবেন। বাজারে 14 ইঞ্চি বা 15.6 ইঞ্চি এমনকি 17 ইঞ্চির ডিসপ্লে এর ল্যাপটপ অ্যাভেইলেবল রয়েছে। আপনি চাহিদা অনুযায়ী স্ক্রিনের সাইজ নির্বাচন করবেন।

ইউএসবি টাইপ সি পোর্ট যেন দুই বা ততোধিক পরিমাণে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পাশাপাশি হেডফোন জ্যাক ব্যবহার করার অপশন দেওয়া হয়েছে কিনা সেটাও খেয়াল রাখবেন।

ল্যাপটপের ফ্যান যদি বেশি শব্দ করে তাহলে তা পরিহার করাই উত্তম। কেননা এখন বাজারে অনেক ভালো মানের ল্যাপটপ পাওয়া যায় যার ফ্যান কোন শব্দই করে না।

ব্যাকলিট কি-বোর্ড সাপোর্ট করে এরকম একটি ল্যাপটপ নির্বাচন করা উচিত। যদি বিদ্যুৎ চলে যায় বা রাতে আপনাকে কাজ করতে হয় তখন ব্যাকলিট কি-বোর্ড আপনার বন্ধু হিসেবে কাজ করবে।

ল্যাপটপের ব্যাটারি যেন কমপক্ষে সাত ঘন্টা পর্যন্ত সার্ভিস দিতে পারে সেটা নিশ্চিত হতে হবে। ২০২২ সালে এসে আপনি ইন্টেল কোর আই থ্রি এবং AMD এর রাইজেন থ্রির প্রসেসর এর ল্যাপটপ পরিহার করাই উত্তম।

ইন্টেল কোর আই ফাইভ এবং রাইজেন ফাইভের প্রসেসর এর ল্যাপটপ চাপের মধ্যেও ভালো পারফর্ম করতে পারবে। শক্তিশালী প্রসেসরের একটি ভালো দিক হচ্ছে এরকম ল্যাপটপ দীর্ঘদিনের জন্য টেকসই হবে।

ল্যাপটপের র‍্যাম অবশ্যই মিনিমাম ৮ জিবি হতেই হবে। তবে যদি র‍্যাম ৮ জিবি এর উপরে হয় তাহলে আরো ভালো পারফরম্যান্স দেখতে পারবেন।

পরামর্শ থাকবে ছোট সাইজের ল্যাপটপ ক্রয় করার এবং ওজন কত সেটার দিকেও খেয়াল করবেন। সাইজ এবং ওজন যত কম হবে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় ল্যাপটপ বহন করে নিয়ে যাওয়া সহজ হবে।