সবাই Samsung Galaxy S22 Ultra বা iPhone 14 Pro Max এর মত একটি ফ্ল্যাগশিপ ফোন ক্রয় করতে পারবে না। তবে মাঝারি বাজেটে ৫টি ডিভাইস নিয়ে আলোচনা করা হবে যা চমৎকার অভিজ্ঞতা প্রদান করে।
Google Pixel 6a
পিক্সেল ৬এ মোবাইলে ফ্ল্যাগিশিপ লেভেলের প্রসেসর, দুর্দান্ত মেইন ক্যামেরা, ৫জি কানেকশন, লেটেস্ট এন্ড্রয়েড ভার্সনের ফিচার দেওয়া হয়েছে। বলার মত নেচিবাচক দিক হচ্ছে ধীরগতির চার্জিং ও মোবাইল গরম হয়ে যাওয়া। সবক্ষেত্রে সফটওয়্যার এক্সপেরিয়েন্স আপনাকে মুগ্ধ করবে। হ্যান্ডসেটটির প্রাইস ৩০ হাজার ভারতীয় রুপি ও ৪২ হাজার টাকা।
OnePlus Nord 2T
এ স্মার্টফোনের ইতিবাচক দিক হচ্ছে দুর্দান্ত মেইন ক্যামেরা, দ্রুত চার্জিং সক্ষমতা ও সফটওয়্যার এক্সপেরিয়েন্স। ২০২১ সালের দিকে বেস্ট মিড-রেঞ্জ ফোন ছিল এটি। ডিভাইসটির অক্সিজেন অপারেটিং সিস্টেম যে পরিমাণ ফিচার সরবরাহ করে তা প্রশংসার দাবি রাখ। হ্যান্ডসেটটির প্রাইস ২৮ হাজার ভারতীয় রুপি ও ৪০ হাজার টাকা।
Poco X4 Pro 5G
এই স্মার্টফোনের ইতিবাচক দিক হচ্ছে ১২০ হার্জ এর এমোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও নজরকাড়া ডিজাইন। একমাত্র নেতিবাচক দিক হচ্ছে মোবাইলটি প্লাস্টিক বডি দিয়ে নির্মিত হয়েছে। মাঝারি বাজেটে শাওমির এই হ্যান্ডসেট বেশি জনপ্রিয়। ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি। দৈনন্দিন ব্যবহারের জন্য হ্যান্ডসেটে দেওয়া সব ফিচার যথেষ্ট হলেও তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে কিছু সমস্যা লক্ষ্য করা গেছে। হ্যান্ডসেটটির প্রাইস ১৫ হাজার ভারতীয় রুপি ও ২২ হাজার টাকা।
Google Pixel 7
গুগল পিক্সেল হ্যান্ডসেটের ইতিবাচক দিক হচ্ছে সফটওয়্যার এক্সপেরিয়েন্স, দুদার্ন্ত ক্যামেরা এবং আইপি ৬৮ রেটিং সার্টিফিকেসন। এ হ্যান্ডসেটের নেতিবাচক দিক হচ্ছে ধীরগতির চার্জিং ও ৯০ হার্জের ডিসপ্লে। মাঝারি বাজেটে গুগল পিক্সেলের এ স্মার্টফোন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গুগলের দ্বিতীয় জেনারেশন এর টেনসর চিপসেট ব্যবহার করা হয়েছে এ স্মার্টফোনে। মাঝারি বাজেটে ভালো ক্যামেরা ফোনের দরকার হলে এটি আপনার জন্য উপযুক্ত হবে। হ্যান্ডসেটটির প্রাইস ৫০ হাজার ভারতীয় রুপি ও ৬২ হাজার টাকা।
Realme GT 2
এই স্মার্টফোনের ইতিবাচক দিক হচ্ছে দুর্দান্ত মেইন ক্যামেরা, ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং ও ১২০ হার্জ এর ডিসপ্লে। এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির অনন্য সুন্দর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। হ্যান্ডসেটটির প্রাইস ৩০ হাজার ভারতীয় রুপি ও ৪২ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।