Antutu বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম মার্চ মাসের জন্য শীর্ষ অ্যান্ড্রয়েড ফোনের তালিকা প্রকাশ করেছে। আগের তালিকা থেকে এবার বেশ পরিবর্তন এবং আপডেট আনা হয়েছে। এই তালিকার সবচেয়ে বড় চমক হচ্ছে ASUS-এর ROG Phone এর অনুপস্থিতি। মার্চ মাসের উল্লেখযোগ্য ফোনের তালিকা ও স্পেসিফিকেশন সম্পর্কে আজ আলোচনা করা হবে।
Nubia Red Magic 8 Pro+
Antutu এ স্মার্টফোনকে 1,308,126 পয়েন্ট প্রদান করেছে। এ মাসের শেষদিকে ভারতের বাজারে এটি আসতে যাচ্ছে। গেমিং ফোন হিসবে এ হ্যান্ডসেটের বেশ জনপ্রিয়তা থাকবে। Snapdragon 8 Gen 2 SoC, 16GB RAM ও 1TB storage, 6.8 ইঞ্চি full HD+ এমোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8k ভিডিও রেকর্ডিং, ৫ হাজার মেগাহার্জের ব্যাটারির ফিচার দেওয়া হয়েছে।
Vivo X90 Pro+
Antutu এ স্মার্টফোনকে 1,298,560 পয়েন্ট প্রদান করেছে। এ ফোনটি শুধুমাত্র চীনেই লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে প্রবেশ করেনি। পাওয়ারফুল ফোন হিসবে এ হ্যান্ডসেটের বেশ জনপ্রিয়তা রয়েছে। ডিসেম্বরের শেষ সময়ে এসে এটি বাজারে ছাড়া হয়েছে। Snapdragon 8 Gen 2 SoC, 12GB RAM ও 512 GB storage, 6.78 ইঞ্চি 2K+ এমোলেড ডিসপ্লে, ৫০.৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8k ভিডিও রেকর্ডিং, 4,700 মেগাহার্জের ব্যাটারির ফিচার দেওয়া হয়েছে।
Xiaomi 13 Pro
Antutu এ স্মার্টফোনকে 1,279,978 পয়েন্ট প্রদান করেছে। ভারতের বাজারে শাওমির অন্যতম ব্যয়বহুল হ্যান্ডসেট এটি। Snapdragon 8 Gen 2 SoC, 12GB RAM ও 512 GB storage, 6.73 ইঞ্চি 2K+ এমোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8k ভিডিও রেকর্ডিং, 4,820 মেগাহার্জের ব্যাটারির ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা থাকবে। স্মার্টফোনটির দাম ৮০ হাজার রুপি ও ১ লাখ টাকা।
Xiaomi 13
Antutu এ স্মার্টফোনকে 1,276,720 পয়েন্ট প্রদান করেছে। এ ফোনটি ভারতের বাজারে এখনও প্রবেশ করেনি।Snapdragon 8 Gen 2 SoC, 12GB RAM ও 512 GB storage, 6.36 ইঞ্চি full HD+ এমোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8k ভিডিও রেকর্ডিং, 4500 মেগাহার্জের ব্যাটারির ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা থাকবে।
Samsung Galaxy S23 Ultra
Antutu এ স্মার্টফোনকে 1,241,476 পয়েন্ট প্রদান করেছে। আজকের তালিকার সবচেয়ে ব্যয়বহুল হ্যান্ডসেট এটি। Snapdragon 8 Gen 2 SoC, 12GB RAM ও 1TB storage, 6.8 ইঞ্চি 2K+ এমোলেড ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, ৫ হাজার মেগাহার্জের ব্যাটারির ফিচার দেওয়া হয়েছে। 10x পেরিস্কোপ টেলিফটো জুমের ক্যামেরা লেন্স ইনস্টল করা থাকবে। স্মার্টফোনটির দাম ১ লাখ ২৪ হাজার রুপি ও ১ লাখ ৬০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।