২০২২ সাল গুগলের ভালোই কেটেছে। বেশ কয়েকটি ভালো ডিভাইস বাজারে রিলিজ করেছিলো গুগল। তবে ২০২৩ সালে গুগল আরও চমক নিয়ে আসবে বলে সবার বিশ্বাস।
পিক্সেল ফোল্ড বা পিক্সেল নোটপ্যাড নামে একটি ফোল্ডিং ডিভাইস বাজারে নিয়ে আসতে যাচ্ছে গুগল। ধারণা করা হচ্ছে এ ডিভাইসের বৈশিষ্ট্য অপো ফাইন্ড এন২ ও পিক্সেল ৭ প্রো এর মতই হবে।
কাস্টোমাররা আশা করছেন যে, গুগলের নতুন ফোনে হার্ডওয়ার ও সফটওয়ারের কম্বিনেশন ভালো হবে। সফটওয়ারের অভিজ্ঞতা নিয়ে এর আগে বেশ কিছু অভিযোগ ছিলা।
তাদের পিক্সেল ৪ ও পিক্সেল ৫ ডিভাইসের বাণিজ্যিক ব্যর্থতার মত ঘটনা পুনরায় ঘটবে না বলে আশা সবার। হোম ইকোসিস্টেম এর দিক দিয়ে আমাজন প্রথম স্থানে রয়েছে।
গুগলের অবস্থান দ্বিতীয়তে। গুগল চাইছে টেকসই হোম ইকোসিস্টেম মার্কেটে নিয়ে আসবে। গুগল শক্তিশালী হোম এপ্লিকেশন রিলিজ করবে। এখানে নতুন ফিচার যোগ করা হবে।
২০২৬ সালে হোম ইকোসিস্টেমের বাজার মূল্য হবে প্রায় ১৩৯ বিলিয়ন ডলার। কাস্টোমাররা আশা করছে, গুগল তাদের হোম ডিভাইসের উপর সিরিয়াসলি ফোকাস করবে।
২০২২ সালে গুগলের পিক্সেল ওয়াচ জনপ্রিয়তা পেয়েছিলো। এটা অনেক ভালো ডিজাইন ও বৈচিত্রময় ফিচার অফার করেছিলো। সম্ভবত গুগল পিক্সেল ওয়াচ ২ এ বছর বাজারে আসবে।
আগের ওয়াচের ব্যাটারি সমস্যার পুনরাবৃত্তি নতুন ডিভাইসে ঘটবে না বলে সবাই আশা করছে। আগের স্মার্ট ওয়াচটি অনেক ব্যয়বহুল ছিলো। তবে টেকসই ব্যাটারি হলে ও ভালো দাম হলে এবার মার্কেটে এটির জনপ্রিয়তা বেশ বাড়বে বলে মনে হচ্ছে।
গুগল তাদের ডিভাইসে সফটওয়ার আপডেট দেওয়ার ক্ষেত্রে উন্নতি ঘটাবে। গুগল এর সামনে পিক্সেল ৮ রিলিজের মাধ্যমে বাণিজ্যিকভাবে সফল হওয়ার সুযোগ রয়েছে। স্যামসাং এর সাথে প্রতিযোগিতায় টিকতে হলে পিক্সেল ৮ সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।