ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য অনেকেই এ বছরের সেরা ক্যামেরা কোনটি তা জানতে আগ্রহী। আজকের আর্টিকেলে ২০২৩ সালের মার্কেটে সেরা ক্যামেরার বিবরণ তুলে ধরা হবে।
Best Photography Camera of 2023
অসাধারণ ছবি তোলার কোয়ালিটি এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ২০২৩ সালের সেরা ফটোগ্রাফি ক্যামেরা বলা যেতে পারে Panasonic LUMIX S5 ডিভাইসকে। এই ডিভাইসে ফুল ফ্রেম সেন্সর এবং advanced image processing এর ফিচার দেওয়া হয়েছে। ছবিতে সুস্পষ্ট ডিটেলস আপনি দেখতে পারবেন। ফটোগ্রাফির জন্য ক্যামেরাটি আদর্শ হওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে কম আলোতেও ডিভাইসটি ভালো ছবি তুলতে পারে। ক্যামরাটির বিল্ড কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনি এটির উপর নির্ভর করতে পারেন।
Best Action Camera of 2023
অসাধারণ ফিচার এবং দুর্দান্ত পারফর্মন্যান্সের কারণে ২০২৩ সালের সেরা একশন ক্যামেরা হিসেবে বিবেচিত হতে পারে DJI Osmo Action 3 ডিভাইসটি। এই ডিভাইসটি দিয়ে আপনি ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন। HDR ফিচার অন করে হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন। এডভান্সড ইমেজ স্ট্যাবিলাইজেশন টেকনোলজি থাকার কারণে স্মুথ ভিডিও ক্যাপচার করা সম্ভব হবে। মেনু এবং কন্ট্রোল সিস্টেম যেনো ইউজার ফ্রেন্ডলি হয় সেদিকে নজর দেওয়া হয়েছে।
Best Videography Camera of 2023
প্রফেশনাল ভিডিওগ্রাফারের সকল চাহিদা পূরণ করতে পারে Canon EOS Mark II Camera ক্যামেরা। এ ক্যামেরায় উন্নত মানের সেন্সর বসানো রয়েছে। পাশাপাশি ডিভাইসটির ইমেজ প্রসেসিং ক্যাপাবিলিটি প্রশংসার দাবি রাখে। যেসব ফুটেজ আপনি কালেক্ট করতে পারবেন সেখানে অবাক করার মতো ডিটেইলস থাকবে। একুরেট কালার এবং নজরকাড়া ডায়নামিক রেঞ্জ উপভোগ করতে পারবেন। ডিভাইসটির লো লাইট পারফরম্যান্স বেশ সন্তোষজনক। তাছাড়া বেশ কয়েকটি ভিজুয়াল স্টাইল আপনি অনুসরণ করতে পারবেন।
Best Film Camera of 2023
Canon AE-1 ফিল্ম ক্যামেরা ডিভাইসটির বিল্ড কোয়ালিটি বেশ সলিড। ক্যামেরাটির ইমেজ কোয়ালিটি বেশ ইম্প্রেসিভ। ডিভাইসটি আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। এর ফলে এটির অ্যাপাচার, সাটার স্পিড এবং ফোকাস সহ অনেক ফিচারের ক্রিয়েটিভ কন্ট্রোল আপনার কাছে থাকবে। ডিভাইসটি ব্যবহার করা তুলনামূলকভাবে বেশ সহজ। যারা অভিজ্ঞ ফটোগ্রাফার তাদের জন্য এই ক্যামেরাটি বেশ উপযুক্ত।
Best YouTube Camera 2023
বেস্ট ইউটিউব ক্যামেরার কথা বলে Sony ZV-1F Vlog ক্যামেরার মডেলের ডিভাইসটির কথা বলতে হবে। এই ডিভাইসটির ছবিতে প্রাণবন্ত রং এবং সুস্পষ্ট বিবরণ লক্ষ্য করা যাবে। ক্যামেরাটির সাউন্ড কোয়ালিটি প্রশংসার দাবি রাখে। vari-angle LCD screen, background defocus button, product showcase mode এর মত ফিচার থাকায় ডিভাইসটি বাড়তি সুবিধা প্রদান করবে। তবে ডেডিকেটেড হেডফোন জ্যাক না থাকার কারণে আপনি কিছুটা অসুবিধায় পড়তে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।