এক দশকের বেশি সময় ধরে মিররলেস ক্যামেরা তৈরি করার ক্ষেত্রে সনি শীর্ষস্থান দখল করে আছে। সনি নতুন প্রযুক্তির ক্যামেরা সবার সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছে। বাজেট এবং অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৩ সালে সনির যেসব ক্যামেরা মার্কেটে আধিপত্য বিস্তার করতে পারে তার বর্ণনা আজকের আর্টিকেলে দেওয়া হবে।
সনির সেরা বাজেট ক্যামেরা হতে পারে এ-৬০০০ মডেলের ডিভাইসটি। সর্বপ্রথম এ ডিভাইসটি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল।
এ ক্যামেরাতে আটা ফোকাস নেই এবং ভিউ ফাইন্ডার শতভাগ স্পষ্ট নয়। লো লাইট ফটোগ্রাফির জন্য এ ক্যামেরা থেকেও ভালো অপশন রয়েছে। তবে ডিভাইসটি হাই-রেজুলেশন বজায় রেখে ছবি তুলতে সক্ষম।
এ-৬০০০ মডেলের ক্যামেরায় উন্নত কোয়ালিটির লেন্স ব্যবহার করা হয়েছে। তবে ভিডিও রেকর্ড করার জন্য এই ক্যামেরাটি বেস্ট অপশন বলে গণ্য করা হয় না।
আপনার যদি ভ্লগিং করার জন্য দুর্দান্ত ক্যামেরা দরকার হয় তাহলে সনির ZV-E10 ক্যামেরাটি বেস্ট অপশন হবে। রেকর্ড করার জন্য এবং উন্নত কোয়ালিটির মাইক্রোফোন দরকার হলে এই ডিভাইসটি ভালো পারফর্ম করতে পারবে। হেডফোন জ্যাক ব্যবহার করার সুযোগ রয়েছে তবে এখানে কোন ভিউ ফাইন্ডার দেওয়া হয়নি।
সহজে বহন করা যায় এরকম ক্যামেরা দরকার হলে সনির ZV-E10 ডিভাইসটিক চয়েস করতে পারেন। এ ক্যামেরায় উন্নত কোয়ালিটির জুম লেন্স ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটির নেতিবাচক দিক হচ্ছে ব্যাটারি লাইফ টেকসই নয়। পাশাপাশি রের্কডিং করার সময় ব্যাটারি গরম হয়ে যেতে পারে।
আপনার যদি point-and-shoot ক্যামেরার প্রয়োজন হয় তাহলে সনির RX100 VII ডিভাইসটি ভালো অপশন হতে পারে। এই ডিভাইসটির সহজে বহন করা যায় এবং উন্নত কোয়ালিটির জুম লেন্স ব্যবহার করা হয়েছে। ট্যুরিস্টদের জন্য এই টাইপের ক্যামেরা সবথেকে ভালো হবে এবং ইমেজ কোয়ালিটি শতভাগ ভালো না হলেও অটোফোকাস সিস্টেম প্রশংসার দাবি রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।