জুমবাংলা ডেস্ক : পরিচালন মুনাফায় রেকর্ড গড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক। ২০২৪ সালে ব্যাংকটি ৫৭৫ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।
২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর এই ব্যাংক ৫৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে। ২০২২ সালে এই মুনাফা ছিল ১২৬ কোটি টাকা। সে হিসাবে ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির।
মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৬৬ হাজার কোটি টাকা।
আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৬ শত কোটি টাকারও বেশি।
ব্যাংকটিতে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বছরের প্রথম দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় নতুন বছরে খেলাপি ঋণ হতে আদায়ে সর্বাধিক গুরুত্ব দেয়ার কথা বলেন।
তিনি নতুন বছরে বিগত বছরের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel