ক্যালেন্ডারের পাতা বলছে নতুন বছর আসতে আরও দুই মাস বাকি। কিন্তু ভ্রমণের পরিকল্পনা তো চট করে হয় না। এর সঙ্গে আছে যাতায়াত ও থাকা–খাওয়ার সুব্যবস্থার বিষয়ও। পর্যটকদের সে সুবিধা করে দিতেই ন্যাশনাল জিওগ্রাফিক প্রকাশ করেছে ২০২৫ সালে বেড়াতে যাওয়ার জন্য বিশ্বের সেরা ১০টি স্থানের নাম। এই তালিকায় আছে মালেশিয়ার বিলাসবহুল ট্রেনযাত্রা থেকে গুয়াতেমালার সক্রিয় আগ্নেয়গিরিতে হাইকিংয়ের পরামর্শও। চলুন, জেনে নিই বিশ্বসেরা এই ১০টি স্থান সম্পর্কে।
তিউনিসিয়া
রোমান সাম্রাজ্যের ধ্বংসের ইতিহাস তো আমরা অনেক শুনেছি। এই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে হলে যেতে হবে তিউনিসিয়ায়।
আউটার হিব্রাইডস, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের চিরায়ত সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে যেতে হবে আউটার হিব্রাডাইসে। রুপালি সৈকতের জন্য বিখ্যাত এখানকার দ্বীপগুলো।
কর্ক, আয়ারল্যান্ড
একটি নতুন শহরের জেগে ওঠার সাক্ষী হতে চাইলে যেতে হবে আয়ারল্যান্ডে। সেখানে নির্মিত হচ্ছে কর্ক সিটি নামে একটি নতুন শহর, যা তৈরিতে ব্যয় হবে ১২৮ বিলিয়ন মার্কিন ডলার।
স্টকহোম আর্কিপেলাগো, সুইডেন
সুইডেনের স্টকহোমে প্রায় ৩০ হাজার দ্বীপপুঞ্জ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপগুলোয় যাওয়ার সেরা সময় গ্রীষ্মের শেষ ও শরতের প্রথম দিকে।
কোয়াজুলু-নাটাল, দক্ষিণ আফ্রিকা
এখন সাফারি করার জন্য নতুন একটি জায়গা কোয়াজুলু-নাটাল। অতিথিরা চাইলে এখানকার গেম ড্রাইভিংয়েও অংশ নিতে পারেন।
মারি নদী, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার কৃষিপ্রধান এলাকার পাশ দিয়ে জলপথে ভ্রমণ করতে চাইলে যেতে হবে মারি নদী ধরে। যাত্রাপথে নদীর ধারে বারবিকিউয়ের স্বাদও নিতে পারবেন।
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
আবুধাবির সংস্কৃতির কেন্দ্র হতে যাচ্ছে সাদিয়াত দ্বীপে নির্মাণাধীন সাদিয়াত সাংস্কৃতিক এলাকা। যার নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালে।
বইজি, আইডাহো, যুক্তরাষ্ট্র
উনিশ শতকের শেষের দিকে ভেড়া পালনের জন্য বাস্ক জাতির মানুষ এসেছিল বইজি নামক এলাকায়। ১০ বছর পর বাস্ক সংস্কৃতির সবচেয়ে বড় অনুষ্ঠান হতে যাচ্ছে ২০২৫ সালের জুলাই মাসে।
সুরু উপত্যকা, ভারত
আপনার যদি উচ্চতাভীতি না থাকে, তাহলে এই পর্যটন স্থানটি আপনার জন্য। প্রতিবছর আগস্ট–সেপ্টেম্বর মাসে সারা বিশ্ব থেকে পর্বতারোহীরা এসে জড়ো হন এখানে।
বারবাডোজ
ক্রীতদাস–বাণিজ্যে নতুন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয় বারবাডোজে গেলে। ক্রীতদাস প্রথা স্মরণে এখানে রয়েছে একটি স্মৃতিসৌধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।