২০২৫ সালে নয়া লুকে ফিরলেন তানজিন তিশা

তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশার রূপে সব সময় মজে থাকেন ভক্তরা। শাড়ি, লেহেঙ্গা বা সালোয়ার–কামিজের মতো এথনিক পোশাকে তাঁর জুড়ি নেই। জমকালো বা সাদামাটা সাজে—সব রকম লুকেই তিনি সমান আকর্ষণ জাগান। বিভিন্ন সময়ে পশ্চিমা পোশাকেও তাঁকে দেখি আমরা।

তানজিন তিশা

তবে মাঝেমধ্যে তানজিন তিশা কিন্তু বেছে নেন একেবারে অন্য রকম ফিউশনওয়্যার। কখনো দেখা যায় সালোয়ার কামিজের এথনিক সাজেও। তেমনই দুটি লুক নিয়ে আজকের আয়োজন। এই লুকে অভিনেত্রী শুভ্র আমেজে ধরা দিয়েছেন ফ্রেমে। অন্য রকম সুন্দর লাগছে তাঁকে। ফ্রিল দেওয়া সাদা জর্জেট শাড়ি পরেছেন তিশা। আলাদাভাবে তাঁর সাদা স্টেটমেন্ট ব্লাউজটি দৃষ্টি কাড়ছে।

তানজিন তিশা

ফুলস্লিভ ব্লাউজের পুরোটা বিডসের ফ্লোরাল কাজ। শাড়ি–ব্লাউজের এই নান্দনিক উপস্থাপনা যেকাউকেই মুগ্ধ করবে। এর সঙ্গে তিশা গলায় পরেছেন দুই লহরের স্টোনের নেকপিস। কানেও একই ডিজাইনের দুল। ন্যুড মেকআপ করেছেন তিনি। ঠোঁটে গ্লসি ন্যুড লিপস্টিক ছাড়াও নজর কাড়ছে লেন্স পরা চোখে টানা করে দেওয়া আইলাইনার। ব্লাশ অন আর হাইলাইটারের ছোঁয়াও আছে তাঁর সাজে। শেষে সেমি কার্ল চুলগুলো একপাশে নিয়ে রেখেছন অভিনেত্রী।

তানজিন তিশা

এই লুকে সম্প্রতি তিনি ফ্রেমবন্দি হয়েছেন। ফুলস্লিভ কালো কামিজের ওপরের অংশটি বেশ আকর্ষণীয়। টিস্যু ফেব্রিকের মধ্যে ফুলেল এমব্রয়ডারি করা আর ওপরের দিকে বসানো হয়েছে স্টোন। এর সঙ্গে টিস্যু ওড়না আর কালো পায়জামা জুটি হয়েছে। নজড় কাড়ছে পায়ে পরা জুত্তি জোড়াও। অভিনেত্রীকে এথনিক সাজে বেশ সুন্দর লাগে। তাই চোখে মাসকারা, কপালে টিপ, ঠোঁটে ন্যুড লিপস্টিক আর কানে পড়েছেন মুক্তার ঝুমকা। হাতের আঙুলে শোভা বাড়িয়েছে আংটি। সবশেষে সাইড সিঁথি করা হেয়ারস্টাইলে করেছেন সেমি কার্ল স্টাইলে।