মূল্যস্ফীতি নিয়ে সাধারণ জনগণ কষ্টের মধ্যে জীবন যাপন করছে। সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে । দাম বৃদ্ধি পাওয়ার বিষয়টি কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না । তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর শোনালেন আসার কথা।
তিনি আশ্বাস দিয়েছেন যে, 2025 সালের জুন মাসের মধ্যেই মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামবে। তবে কীভাবে এ বিষয়টি বাস্তবায়ন করা হবে তা পরিষ্কার করা হয়নি। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেছেন যে, ২০২৬ সালের মধ্যেই মূল্যস্ফীতি 5 শতাংশের মধ্যে নেমে যাবে।
নতুন মুদ্রানীতি ঘোষণার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আজ বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের নতুন মুদ্রানীতি ঘোষণা করেন ব্যাংকের গভর্নর। নতুন মুদ্রানীতির মধ্যে নীতি সুদহার ১০ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বেসরকারি সেক্টরের ঋণ প্রবৃত্তির টার্গেট হচ্ছে ৯.৮%। নতুন মুদ্রানীতি অনুযায়ী এ টার্গেট সেট করা হয়েছে।
গেল ডিসেম্বর পর্যন্ত এ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আপাতত নীতি সুদহার বাড়ায়নি বাংলাদেশ ব্যাংক। আগস্টে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী ধারে ব্যবহৃত রেপোর সুদহার ছিল ৮ দশমিক ৫ শতাংশ। তিন দফায় এই সুদহার ৫০ বেসিস পয়েন্ট করে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।
এতে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার বেড়ে এখন ১৫ শতাংশ ছাড়িয়েছে। এর আগে, গত বছরের ১৮ জুলাই চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘৬ মাস থেকে ১ বছরের মধ্যে আমরা মূল্যস্ফীতি কমার নজর দেখতে পাই অন্যান্য দেশে। ১২ থেকে ১৮ মাসের মধ্যে লক্ষ্যটা অর্জন করা সম্ভব হয়। মূল্যস্ফীতিটা যেন জুন মাসের শেষে এটা যেন ৭–৮ শতাংশের মধ্যে থাকে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।